
বোয়ালখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুপ চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, দুলা মিয়া মেম্বার, আবুল মনসুর, মো. ফয়সাল, মফিজুর রহমান, দিদার আলম, মুহাম্মদ ইউনুস, পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মো. হাসান, সোলায়মান, পৌর শ্রমিক দল নেতা মো. হারুন, সাইফুল রেজা, ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী।
এ প্রস্তুতি সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫সেপ্টেম্বর বিকেল ৩টায় পূর্ব কালুরঘাট চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.