ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে প্রাক্তন রোভার স্কাউটদের অভিষেক ও সংবর্ধনা

বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজে প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় কলেজ ডেনে এ আয়োজন করে অ্যাসোসিয়েশনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. পার্থ প্রতিম ধর। তিনি বলেন, ‘সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটদের ভূমিকা অনস্বীকার্য। তারা নীরবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, ‘স্কাউটরা দেশের ক্লান্তিলগ্নেও এগিয়ে আসে। প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিংয়ে অংশ নিতে হবে।’

সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন বাবলু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নয়ন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন সিনিয়র রোভারমেট ও সাকুরার উপদেষ্টা সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, কলেজের আর.এস.এল. শুভ্রত বিশ্বাস ও চট্টগ্রাম অঞ্চলের সহকারী লিডার ট্রেইনার প্রবীর কান্তি মজুমদার।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন রোভার স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক শাহ নেওয়াজ আলী মীর্জা ও চট্টগ্রাম জেলা স্কাউট কমিশনার মো. আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রণয় বড়ুয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু জাফর, সঞ্জিত সিনহা, সাদ্দাম হোসেন, আবু নাহিয়ান, মো. সোহেল, মনিরুল হক, পুষ্পিতা চক্রবর্তী, আবিদা সুলতানা ও ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠান শেষে অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে প্রাক্তন রোভার স্কাউটদের অভিষেক ও সংবর্ধনা

আপডেট সময় ০৪:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজে প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় কলেজ ডেনে এ আয়োজন করে অ্যাসোসিয়েশনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. পার্থ প্রতিম ধর। তিনি বলেন, ‘সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটদের ভূমিকা অনস্বীকার্য। তারা নীরবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, ‘স্কাউটরা দেশের ক্লান্তিলগ্নেও এগিয়ে আসে। প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিংয়ে অংশ নিতে হবে।’

সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন বাবলু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নয়ন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন সিনিয়র রোভারমেট ও সাকুরার উপদেষ্টা সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, কলেজের আর.এস.এল. শুভ্রত বিশ্বাস ও চট্টগ্রাম অঞ্চলের সহকারী লিডার ট্রেইনার প্রবীর কান্তি মজুমদার।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন রোভার স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক শাহ নেওয়াজ আলী মীর্জা ও চট্টগ্রাম জেলা স্কাউট কমিশনার মো. আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রণয় বড়ুয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু জাফর, সঞ্জিত সিনহা, সাদ্দাম হোসেন, আবু নাহিয়ান, মো. সোহেল, মনিরুল হক, পুষ্পিতা চক্রবর্তী, আবিদা সুলতানা ও ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠান শেষে অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।