বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী স্টুডেন্টস ক্লাব ও মহাশক্তি সম্মিলনী দক্ষিণ পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সমাজ সেবক রাজনীতিবিদ ইলিয়াছ চৌধুরী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি মণ্ডপগুলোতে গিয়ে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে ইলিয়াছ চৌধুরী বলেন, আগামী প্রজন্মের স্বার্থে যেকোনো মূল্যে এ সম্প্রীতিকে আমাদের ধরে রাখতে হবে। যে কয়দিন বাঁচি আমরা সকলে মিলে মিশে কাটাতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্ব গোমদন্ডী স্টুডেন্ট ক্লাবের সভাপতি মাস্টার বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার,কোষাধ্যক্ষ সত্যজিদ সরকার পিন্টু, পূর্ব গোমদন্ডী মহাশক্তি সম্মিলনী সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক সানু সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদদাতা 









