বোয়ালখালীতে পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বাদে মাগরিব উপজেলা কধুরখীলে ইমাম নগর আলী আহমদ টেন্ডল স্মৃতি সংসদ এ মাহফিলের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ইমাম নগর আলী আহমদ টেন্ডল জামে মসজিদের মোতাওয়াল্লী ও কবি মো. আকতার হোসাইন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শওকত ওসমান চৌধুরী।
প্রধান অতিথি বলেছেন, মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে -ইলম, ঈমান ও আমলের পার্থক্য। কাফের আল্লাহর সঠিক পরিচয় জানে না, বিশ্বাস করে না এবং সে অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করে না। সে জন্য কাফির জাহান্নামে যাবে। আর মুসলিম হচ্ছে যে আল্লাহর সঠিক পরিচয় জানে, তার দেয়া বিধান আল-কোরআন ও রাসুলের সুন্নাহ সম্পর্কে অবিরত জানার চেষ্টা করে, বিশ্বাস করে ও ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের আলোকে গঠন করার সংগ্রামে নিজের জানমাল দিয়ে প্রচেষ্টা চালায়। তাই আল্লাহ তার পুরস্কার রেখেছেন জান্নাত।
এতে প্রধান ওয়ায়েজ ছিলেন শিক্ষাবিদ মাওলানা আনোয়ার হোসেন। বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা হাছান চিশতি ও শিক্ষানুরাগী মো. মঞ্জুরুল হক চৌধুরী।
মো.শামসুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো.নেছার উদ্দিন, ইঞ্জিনিয়ার শওকত হোসেন জাহেদ ও মো.এমদাদুল হক চৌধুরী।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা ইসমাইল ও নাতে রাসুল পরিবেশন করেন মো.মাঈন উদ্দীন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.