চট্টগ্রাম বোয়ালখালীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্র শিবির।
শনিবার (২৩ আগস্ট) সকালে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র শিবিরের বোয়ালখালী পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা পশ্চিমের স্কুল এন্ড কলেজ সম্পাদক সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রাসেল। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা.আবু নাছের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সারতাজ আরেফিন ফাহিম ও উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদুল আলম।
অনুষ্ঠানে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১০০ জন ও
৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.