জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে মৎস্য চাষি, জেলে ও মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার ফিরোজ উজ জামান।
সভায় মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ব্যবহার ও সর্বোত্তম চাষাবাদ নিশ্চিতকরণে নানা দিক তুলে ধরা হয়। আলোচনা সভায় অংশ নেন মৎস্য চাষি কপিল উদ্দিন, কালু সদ্দার, সজল সদ্দার, রাকিবুল হাসানসহ স্থানীয় মৎস্যজীবীরা।