চট্টগ্রামের বোয়ালখালীতে খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইলমা ও লাভ দ্য চিলড্রেনের আয়োজনে ভয়েস ফর চেঞ্জ প্রজেক্ট যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হল রুমে স্থানীয় জনপ্রতিনিধি, ক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ প্রশিক্ষণে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব সংগঠনের সভাপতি, রাজনীতিবিদ ও সমাজকর্মী আবুল হাসেম।
খান ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার প্রকল্প কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিলকিস সুলতানা ও ইলমার সমন্বয়কারী মো. ফোরকান।