এসএসসি ২০২৫ পরীক্ষায় চট্টগ্রামের বোয়ালখালীতে বিজ্ঞান বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে ডা. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ। তার প্রাপ্ত নম্বর ১২৩৫। অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণায় সে এই কৃতিত্ব অর্জন করেছে।
বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা অভিজিৎ জানায়, আমার এই ফলাফলের পেছনে আমার মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তারা পাশে না থাকলে এতদূর আসা সম্ভব হতো না।
তার বাবা রাজীব ঘোষ বলেন, ছেলে শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করত। আমরা সব সময় তাকে স্বাধীনভাবে শেখার সুযোগ দিয়েছি। এই ফলাফলে আমরা গর্বিত।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, অভিজিৎ আমাদের বিদ্যালয়ের গর্ব। এমন মেধাবীরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাপন ভঞ্জ বলেন, অভিজিৎ খুবই মনোযোগী, বিনয়ী ও পরিশ্রমী ছাত্র। আমরা শুরু থেকেই তার মধ্যে বিশেষ সম্ভাবনা দেখেছিলাম। তার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের শিক্ষার মানেরই প্রতিফলন।
মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম বলেন,অভিজিৎ ঘোষের এ কৃতিত্ব আমাদের প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, অনুশীলন ও উৎসাহ থাকলে যে কোনো শিক্ষার্থী বড় অর্জন করতে পারে। আমরা আশা করি, সে ভবিষ্যতেও এমন ফলাফল ধরে রাখবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে।
অভিজিৎ ঘোষের এই সাফল্য শুধু ডা. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় নয়, বরং পুরো বোয়ালখালীর জন্য এক অনন্য গর্বের বিষয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.