এক বছর আগে অটোরিকশায় হারিয়ে ফেলা শখের মোবাইল সেট ফিরে পাবেন এমনটা কখনো কল্পনাও করেননি জান্নাতুন নূর। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের বাসিন্দা।
হঠাৎ পুলিশের ফোন পেয়ে অনেকটাই অবাক হন জান্নাতুন নূর। শেষতক শখের মোবাইল সেট হাতে পেয়েও তিনি বিশ্বাস করতে পারছিলেন না সত্যি এমনটা হয়।
জান্নাতুন নূর বলেন, "ডায়েরি করেছিলাম ঠিক। তবে মোবাইল সেট ফিরে পাবো ভাবিনি। প্রথম কয়েকমাস তাগাদা দিয়েছিলাম থানায়। পরে হারানো মোবাইল সেটের আশা ছেড়েই দিয়েছিলাম।"
তিনি জানান, "সামস্যাং গ্যালাক্সী এম১৩" মডেলের মোবাইল সেটটি কিনে দিয়েছিলেন ছেলেকে। শখের মোবাইল সেটটি গত বছরের ৭ জুলাই দুপুরে অটোরিকশা করে পৌরসভার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় এলাকায় যাওয়ার পথে মোবাইলটি হারিয়ে যায়। এনিয়ে থানায় হারানো ডায়েরি লিপিবদ্ধ করেছিলেন জান্নাতুন নূর।
হারানো ডায়েরি মূলে মোবাইল সেটটি উদ্ধার করে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় জান্নাতুন নূর ও তার ছেলের হাতে হস্তান্তর করেছেন ডিএসবি বোয়ালখালী জোনের এএসআই মো.শরীফ হোসেন।
মো. শরীফ হোসেন বলেন, রুটিন দায়িত্বের পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারেও কাজ করছি। এক অন্য রকম ভালো লাগা কাজ করে যখন কারো শখের মোবাইল সেট ফিরিয়ে দিতে পারি। গত কয়েক মাসে বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করতে সক্ষম হয়েছি।
শরীফ জানান, ডায়েরি মূলে প্রযুক্তির সহায়তায় মোবাইল সেট ব্যবহারীর লোকেশন শনাক্ত করে তা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এরপর মোবাইল সেটটির প্রকৃত মালিক জান্নাতুন নূরকে জানালে তিনি ও তার ছেলে এসে নিয়ে যান। তারা অনেক খুশি।
মো. শরীফ হোসেন ২০২০ সালে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এএসআই (নি.) পদে ঢাকা এসবিতে ৩য় স্থান এবং সারাদেশে ২১ তম স্থান অর্জন করেছিলেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.