বোয়ালখালীতে আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ’র সাথে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, ৬ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মিহির বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ভদন্ত পরমানন্দ মহাথেরো, দীপানন্দ ভিক্ষু, শীলপ্রিয় ভিক্ষু, অধীর বড়ুয়া, জিনতোষ বড়ুয়া পল্টু, তড়িৎ বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, দেষু বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে উপাসক উপাসিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।