বোয়ালখালী প্রতিনিধি :: চট্টগ্রাম বোয়ালখালীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোঃ নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ের হাট সংলগ্ন মহিউদ্দিন মাজারের পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারার আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ নেজাম উদ্দীন বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নাল ফসলি জমির টপ সয়েল কর্তন করার অপরাধে নেজাম উদ্দীন নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.