বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া গেছে বস্তাভর্তি ২৫০ লিটার চোলাই মদ। এসময় অটোরিকশা চালক মো.সোহেলকে (৩৭) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি এলাকা থেকে গাড়িটি (চট্টগ্রাম-থ-১২-৪৫৯৯) জব্দ করা হয়। এতে প্লাস্টিকের বস্তা ভর্তি ২৫০ লিটার চোলাই মদ ছিলো।
চালক সোহেল করলডেঙ্গা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা গ্রামের তালুকদার পাড়ার মৃত হাফেজ আহম্মেদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, অটোরিকশায় চোলাই মদ পরিবহনের বিষয়ের চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।