বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিদ্যুৎ স্পর্শে রনি দাশ(২৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
রবিবার (৫ জুন) উপজেলার শাকপুরা চৌমুহনী সাপ্তাহিক বাজারে বেলা ২টার দিকে জেনারেটরের তারে স্পর্শে এ ঘটনা ঘটে।
নিহত রনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কথা গ্রামের রঞ্জীত দাশের ৩য় পুত্র ।
জেনারেটরের মালিকের সাথে ইজারাদারের কোন সম্পর্ক নেই বলে জানান ইজারা কতৃপর্ক্ষ।
ইজারা কতৃপর্ক্ষ আরো জানান, দীর্ঘ দশ বছর যাবত জেনারেটরের মালিক শাকপুরা দোকান ও সপ্তাহিক বাজারে জেনারেটরের লাইন দিয়ে আসছেন এ লাইনের সাথে বাজার ইজারাদারের সাথে কোন প্রকার সম্পর্ক নেই।
নিহত রনি দাশের ছোট ভাই রানা দাশ জানান- তার ভাই রনি প্রতিদিন বিভিন্ন দৈনিক হাটে মাছ বিক্রি করে। এরিই ধারাবাহিকতায় সাপ্তাহিক শাকপুরা চৌমুহনী হাটে আজ দুপুরে মাছ বিক্রি করতে আসে। দুপুর ২টার দিকে শাকপুরা চৌমুহনী মাছ বাজারে জেনারেটরের ভাসমান বৈদ্যুতিক তারে অসাবধান বশতঃ হাত দিলে মুহুর্তে সে ঢলে পড়ে।
ব্যবসায়ীরা তাকে উদ্ধার বোয়ালখালী হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনি ৪ ভাইয়ের মধ্যে ৩য়, রনি গত ৩ মাস আগে রাউজান উপজেলার কদলপুর এলাকার
টিসা দাশকে ভালবেসে বিয়ে করেছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.