চট্টগ্রাম: ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত এবারের আসরেও প্রতিবারের মত সারাদেশকে চারটি অঞ্চলে (চাঁপা, বকুল, গোলাপ, পদ্ম) ভাগ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে তিন দিন ব্যাপি এ আয়োজনে হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, সাইক্লিং, অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশগ্রহণ করে প্রতিযোগীরা।
প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আজম খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. একেএম সামসুদ্দিন আজাদ প্রমুখ।
আসরের প্রথম দিন ১১টি ইভেন্টেরর নিষ্পত্তি হয়েছে। প্রতিযোগীয়তা মূল আকর্ষণ ১০০ মিটার স্পিন্টে (বালক, বড়) পদ্ম অঞ্চলের ইয়াসিন খালসী প্রথমস্থান অধিকার করে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছেন। এ প্রতিযোগীতায় দ্বিতীয়স্থান অধিকার করেছেন গোলাপ অঞ্চলের ইয়াসিন হোসেন রাজু ও তৃতীয়স্থান অধিকার করেন বকুল অঞ্চলের কাজী আইবান।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.