জরুরী ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়োগ দেওয়া হবে - এরকম একটি বিজ্ঞপ্তি প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক এ বিজ্ঞপ্তি ভুয়া বলে আজকের সংবাদকে নিশ্চিত করেছেন। এদিকে নিয়োগের এমন বিজ্ঞপ্তিতে অনেকে বিভ্রান্তির স্বীকার হয়েছেন।
মহা-পরিচালক আরো জানান পাসপোর্ট অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে সরকারি নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে। যেখানে নিয়োগের যাবতীয় তথ্যসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম ও স্বাক্ষর থাকবে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারটি তৈরি করা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। ব্যবহার করা হয়েছে মোবাইলের ফ্রন্ট। উল্লেখ করা হয়েছে ‘হেল্প ডেস্ক/ তথ্য প্রদান, পুরুষ কাউন্টার, মহিলা কাউন্টার, স্পেশাল কাউন্টারে নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে’। সেখানে বেতন ও পদসংখ্যা নির্ধারিত নয়, [email protected]—এই মেইল আইডির মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এটি পাসপোর্ট অফিসের কোনও আইডি না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের সঙ্গে মেসেজ দিয়ে যোগাযোগ করা হবে, তারা আবেদনপত্রের টাকা পরিশোধ করবেন।
আঞ্চলিক পাসপোর্ট অফিস জানিয়েছে, ‘নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি সম্পূর্ণ ভুয়া। আমাদের অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এভাবে পোস্টার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার অনুরোধ রইল।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.