চট্টগ্রাম প্রতিনিধি ::– চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র জননেতা ড. শাহাদত হোসেন ভাইয়ের সঙ্গে নবগঠিত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইমের নেতৃত্বে নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মেয়র ড. শাহাদত হোসেন দলটির প্রতিটি সদস্যের সঙ্গে পরিচিত হন এবং তাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাদের এলাকার জনগণের সেবক। আপনারা যে দায়িত্ব গ্রহণ করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এই কমিটি যুব সম্প্রদায়ের শক্তি ও নেতৃত্বকে কাজে লাগিয়ে একটি সুন্দর সমাজ গড়তে সক্ষম হবে।”
আহ্বায়ক মোঃ সাইম বর্তমান কমিটির কাজের পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমাদের নেতা ও মেয়রের নির্দেশনায় আমরা নিজেদের দায়িত্ব নিয়ে আগাবো এবং এলাকায় স্বেচ্ছাসেবার মাধ্যমে উন্নয়ন ঘটাবো। আমরা আশা করছি, এই কমিটি এলাকার জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।”
এ সময় উপস্থিত সকল সদস্য একত্রিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং মেয়রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, তিনি তাদের জন্য একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন।
এই অনুষ্ঠানটি আকর্ষণীয়ভাবে সংগঠিত হয় এবং প্রত্যেকেই একে অপরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন, যেন তারা একত্রে একটি উন্নত সমাজ গঠন করতে পারেন।
বার্তা কক্ষ :: 








