ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ  Logo বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান Logo বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ Logo অগ্নি দুর্গত ৯ পরিবারকে ইউএনওর সহায়তা Logo আগুনে পুড়ল বোয়ালখালীতে ৫ বসতঘর Logo শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা চোখ রাঙানিকে ভয় পায় না- মোস্তাক আহমদ খান Logo বোয়ালখালীতে খান ফাউন্ডেশনের যোগাযোগ  দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ Logo এদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৪৭ বছর ধরে লড়াই করে আসছে বিএনপি -মোস্তাক আহমদ খান Logo বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা Logo বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আইডি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান
ই-পেপার দেখুন

দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি : এরশাদ উল্লাহ

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৫৬৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি::দেশ বিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির চট্টগ্রাম নগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই-বিপ্লব স্মৃতি হলে মহানগর বিএনপির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, ‘অতীতের মতোই বিএনপি রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গণ-অভ্যুত্থানের সময়েও বিএনপি রাজপথে সক্রিয় ছিল এবং উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি দেশের পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করুন, তাদের পাশে থাকুন এবং জনগণকে সম্পৃক্ত রাখুন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তবে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।’

নগর বিএনপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এক সময়ের মাফিয়া সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে ধরে দেশকে বিশ্ব-দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল।’

‘ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের অপশক্তি এখন আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশকে আমদানি নির্ভর, পর নির্ভর এবং ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে মাফিয়া সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়েছেন।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো চিফ গোলাম মওলা মুরাদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

তিনি বলেন, ‘পলাতক স্বৈরাচারের ১৫ বছরের দুঃশাসনের ভার এখনো দেশের মানুষকে বইতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পরাজয় প্রমাণ করে দিয়েছে—দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের  ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই।’

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু।

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন পিপলস ভিউর সম্পাদক  ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান  মুস্তফা নাঈম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম, ওয়াহিদ জামান, সাইফুল ইসলাম শিল্পী, এনাম হায়দার, এমরান এমি, ইভান মীর।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, মোহাম্মদ জাফর, নূর উদ্দিন নুরু,

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ 

দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি : এরশাদ উল্লাহ

আপডেট সময় ০৭:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি::দেশ বিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির চট্টগ্রাম নগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই-বিপ্লব স্মৃতি হলে মহানগর বিএনপির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, ‘অতীতের মতোই বিএনপি রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গণ-অভ্যুত্থানের সময়েও বিএনপি রাজপথে সক্রিয় ছিল এবং উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি দেশের পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করুন, তাদের পাশে থাকুন এবং জনগণকে সম্পৃক্ত রাখুন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তবে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।’

নগর বিএনপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এক সময়ের মাফিয়া সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে ধরে দেশকে বিশ্ব-দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল।’

‘ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের অপশক্তি এখন আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশকে আমদানি নির্ভর, পর নির্ভর এবং ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে মাফিয়া সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়েছেন।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো চিফ গোলাম মওলা মুরাদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

তিনি বলেন, ‘পলাতক স্বৈরাচারের ১৫ বছরের দুঃশাসনের ভার এখনো দেশের মানুষকে বইতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পরাজয় প্রমাণ করে দিয়েছে—দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের  ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই।’

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু।

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন পিপলস ভিউর সম্পাদক  ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান  মুস্তফা নাঈম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম, ওয়াহিদ জামান, সাইফুল ইসলাম শিল্পী, এনাম হায়দার, এমরান এমি, ইভান মীর।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, মোহাম্মদ জাফর, নূর উদ্দিন নুরু,