চট্টগ্রামের বোয়ালখালীতে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ক্যাম্পাসের দেয়ালে ‘জুলাই শহীদদের’ স্মরণ করে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই চিত্রাঙ্কনের কাজ।
জুলাই পূণজাগরণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ আয়োজনে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। দেয়ালে তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তোলে শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনচেতা চেতনার নানা প্রতীক ও বার্তা।
গ্রাফিতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণ করতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, তাঁদের গল্প-তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্ম জানুক ও স্মরণ করুক।’
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—আজিজুল হামিদ,সালমান, মো. আসিফ, জুবায়েদ, ফয়সাল, সাকিব, জান্নাতুন নাঈমা নিফা, মেহরাজ আফরুজ, আবির ও প্রথম বর্ষের জিহান।
গ্রাফিতি কর্মসূচি ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন ও সহকারী অধ্যাপক শাহেদা বেগম।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে করা এই গ্রাফিতি সাধারণ মানুষের মনে তাঁদের বীরত্ব গেঁথে দিতে সহায়ক হবে।’তিনি আরও বলেন, ‘এই শিল্পচর্চা শুধু দেয়াল রাঙায় না, ইতিহাসকে জীবন্ত করে তোলে।’
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.