নিজেস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে বদলি করা হয়েছে। তাঁর প্রেষণে নিয়োগ প্রত্যাহার করে তাকে সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে। আর বোর্ডের নতুন সচিব হিসেবে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে।
এর আগে, ছেলের ফল জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে সরিয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এনে বোর্ড সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক আমিরুল মোস্তফাকে। দায়িত্ব পালনের ৬ মাসের মাথায় এ কর্মকর্তাকে বদলি করা হলো।
এদিকে, চট্টগ্রাম ছাড়াও ঢাকা, কুমিল্লা, বরিশাল, যশোর, রাজশাহী এবং দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিবদের বদলি করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.