নিজেস্ব প্রতিবেদক::কর্ণফুলীর নদীর শাহ আমানত সেতুর ওপর মিনি বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে বাকলিয়া থানা ও কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইমরান বলেন, শাহ আমানত ব্রীজের উপর একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় তিনি আরো বলেন বিশেষ সূত্রে জানা যায় যে মৃত ব্যাক্তি হলেন মাদরাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল এর সাবেক শিক্ষক মাওলানা সাইফুল্লাহ খালেদ।
তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুঘটনায় আরও ১১ জন ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.