আবুধাবি যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দরে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বোয়ালখালীর মো. লেয়াকত (৫৫) নামের এক প্রবাসী।মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মৃত লেয়াকত বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী পৌরসভার ফতে আলী মুন্সীর বাড়ীর
মৃত আহমদ হোসেনের ছেলে। নিহতের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
তিনি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করতেন।ছয় মাস আগে স্বজনদের সঙ্গে সময় কাটাতে দেশে এসেছিলেন।
চাচাতো ভাই গোলাম মুস্তফা জানান, ‘‘দেশে আসার পর আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে যান লেয়াকত। ফ্লাইট ধরার কিছুক্ষণ আগে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তিনি পড়ে যান।সাথে সাথে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.