চট্টগ্রাম জেলা প্রতিনিধি- চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় নতুন ট্রাফিক ইনচার্জ (টিআই) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ নাজিম উদ্দিন খান। তার আগমনে সড়ক নিরাপত্তা, অবৈধ গাড়ির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং ড্রাইভিং লাইসেন্সের সঠিক প্রয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
যোগদানকালে মুহাম্মদ নাজিম উদ্দিন খান বলেন, "আমার লক্ষ্য হচ্ছে কাপ্তাই অঞ্চলে ট্রাফিক ব্যবস্থাপনাকে জনপ্রতিক্রিয়াশীল ও কার্যকরী করা। অবৈধভাবে চলাচলকারী যানবাহন ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব সমস্যা সড়ক নিরাপত্তায় বড় বাধা সৃষ্টি করছে।"
বর্তমানে কাপ্তাই রাস্তার মাথায় অনেক অবৈধ গাড়ি চলাচল করছে, যা সড়কে দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা বাড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা বলেন, "মুহাম্মদ নাজিম উদ্দিন খানের মতো একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তার যোগদান আমাদের আশা বৃদ্ধি করেছে। আমরা বিশ্বাস করি, তিনি এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবেন।"
নতুন টিআই আরো উল্লেখ করেন, "ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আইন অনুযায়ী অপরাধ। আমরা সড়ক ব্যবস্থাপনায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করবো। জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হবে যাতে তারা ট্রাফিক আইন সম্পর্কে উদ্বুদ্ধ হয় এবং আইন মেনে চলে।"
টিআই নাজিম উদ্দিনের পদক্ষেপ সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর যোগদান কাপ্তাই রাস্তার মাথায় নিরাপদ ও কার্যকর সড়ক ব্যবস্থাপনার একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.