বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর।
এতে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মো.মহসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন ও শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের। এতে শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে জ্ঞান অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানান বক্তারা।