চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাঠোন্নয়ন বিষয়ক অভিভাবক মতবিনিময় সভা ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, ‘নারী শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। নারীকে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায়। নারী শিক্ষাই পারে সমাজ থেকে বাল্যবিবাহ, কুসংস্কার ও নির্যাতন দূর করতে।’
প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, ‘নারী শিক্ষা শুধু তাদের আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষিত নারীই পারে একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে।’
সভায় বক্তব্য রাখেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ এবং অভিভাবক খালেদা বেগম, মো. জসীম উদ্দিন, অসীম দাশ, মনছুর আলম, আমেনা বেগমসহ অনেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তাহজিম রহমান।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পারফরম করেন নাফিজা সুলতানা রাইসা, প্রেমা চৌধুরী, সৃষ্টি চৌধুরী, স্নেহা চৌধুরী, রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, রাত্রী রায়, ইতি দে, হুমায়রা আদিবা ফাইরুজ ও দীঘি চৌধুরী।
শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.