চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা বোয়ালখালীতে অবস্থিত এই মাদ্রসাটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশের বিভক্তির প্রেক্ষাপটে যখন ধর্মীয় শিক্ষার চাহিদা ছিল তীব্র, তখনই আল্লাহভীরু কিছু দ্বীনদার ব্যক্তির উদ্যোগে গড়ে ওঠে এই জ্ঞানের আলোয় পরিপূর্ণ প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠার শুরু থেকেই মাদ্রসাটি কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছ। কুরআন, তাফসীর, হাদীস, ফিকাহ, আরবি সাহিত্য, ইসলামি আদর্শ ও নৈতিক শিক্ষা অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সাথে প্রদান করা হয়। পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার কিছু অংশও অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের সময়োপযোগী করে গড়ে তোলা হয়।
গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি এক আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। প্রতিদিনের কিরআত, দরস, নামাজ, ইসলামী সভ্যতা ও আদব-আখলাকের চর্চা একজন শিক্ষার্থীকে যেমন আত্মিকভাবে দৃঢ় করে তোলে, তেমনি সমাজে উপকারী ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত করে।
বিগত কয়েক দশকে এই প্রতিষ্ঠান অসংখ্য আলেম, ইমাম ও শিক্ষাবিদ উপহার দিয়েছে। তারা দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত থেকে মাদ্রসাটির সুনাম ছড়িয়ে দিচ্ছেন। এটাই গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রসার সত্যিকারের অর্জন—মানবগঠনের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া।
আমার হৃদয়ের একান্ত প্রিয় এ দ্বীনি প্রতিষ্ঠান আমার জীবনের আলো, ঈমানি জাগরণের মূল উৎস। আমি সর্বদা দোয়া করি—আল্লাহ তাআলা যেন গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রসাকে যুগ যুগ ধরে দ্বীনের খেদমতে অবিচল রাখেন এবং একে আরও সমৃদ্ধি ও সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেন।
শিক্ষক
এম গোলাম মোস্তফা
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.