বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মর্জিনা পারভীন। সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান সভা সঞ্চালনা করেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক সমস্যা, সম্ভাবনা, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আবুল হাশেম, অভিভাবক প্রতিনিধি স্বপন শীলসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সভা শেষে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বোয়ালখালী প্রতিনিধি 









