ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধানের শীষের বিকল্প নেই, নির্বাচনই সময়ের দাবি — মোস্তাক আহমেদ খান Logo আমুচিয়ায় জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান Logo বোয়ালখালীতে জগদ্বাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে মোস্তাক আহমেদ খান Logo পাথরঘাটা ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল: নতুন উদ্দীপনা ও শক্তিশালী সংগঠনের প্রতি অঙ্গীকার Logo নবগঠিত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক Logo খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র উদ্বোধন Logo বোয়ালখালীতে গাউসুল আজম দস্তগীর (র.) সংগঠনের প্রস্তুতি সভা Logo স্যার আশুতোষ কলেজ অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধরের বিদায় সংবর্ধনা Logo শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা
ই-পেপার দেখুন

অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল

মহাষ্টমীর পূজায় অংশ নিতে ৩ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বোয়ালখালীর শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দিরের মণ্ডপে ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা যান মণ্ডপে। দেবী সাজে কুমারী রূপী এই প্রতিমা পূজার মর্মবাণী সমাজে নারীর মর্যাদা আর সম্মান প্রতিষ্ঠা করা।

বিহিত পূজা আর ব্রতোপবাসের মধ্য দিয়ে সকালে শুরু হয় মহাষ্টমীর আচার অনুষ্ঠান। সকাল থেকেই ঢাক ঢোলের শব্দ, ফুল চন্দন আর আরতিতে মুখর হয়ে ওঠে শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দির।

মহাষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা শুরু হয় সকাল এগারোটায়। জীবন্ত কুমারী নারীকে দেবী কল্পনা করে আরাধনা করা হয় এ পূজায়। শ্রদ্ধা জানানো হয় নারীর শক্তি, স্থিতি আর লয়ের ক্ষমতাকে। শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দিরে এ বছর যাকে দেবী রূপে পূজা করা হয় তার নাম সেজুতি দে। ১১ বছরের এই কন্যার শাস্ত্রীয় নাম রূদ্রানী।

নারী শক্তিকে প্রণতি জানিয়ে এ পূজা, তাই সকাল থেকে মণ্ডপে ছিল নারীদের ব্যাপক সমাগম। ভক্তরা বলছেন, নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর বারতাই এ পূজার মাহাত্ম্য।

কুমারী পূজা শেষে অঞ্জলি নেন ভক্তরা। এরপর সন্ধ্যায় হয় সন্ধিপূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার মহানবমী। আর তারপরই আবারো সপরিবারে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

ধানের শীষের বিকল্প নেই, নির্বাচনই সময়ের দাবি — মোস্তাক আহমেদ খান

অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল

আপডেট সময় ০১:১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

মহাষ্টমীর পূজায় অংশ নিতে ৩ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বোয়ালখালীর শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দিরের মণ্ডপে ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা যান মণ্ডপে। দেবী সাজে কুমারী রূপী এই প্রতিমা পূজার মর্মবাণী সমাজে নারীর মর্যাদা আর সম্মান প্রতিষ্ঠা করা।

বিহিত পূজা আর ব্রতোপবাসের মধ্য দিয়ে সকালে শুরু হয় মহাষ্টমীর আচার অনুষ্ঠান। সকাল থেকেই ঢাক ঢোলের শব্দ, ফুল চন্দন আর আরতিতে মুখর হয়ে ওঠে শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দির।

মহাষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা শুরু হয় সকাল এগারোটায়। জীবন্ত কুমারী নারীকে দেবী কল্পনা করে আরাধনা করা হয় এ পূজায়। শ্রদ্ধা জানানো হয় নারীর শক্তি, স্থিতি আর লয়ের ক্ষমতাকে। শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দিরে এ বছর যাকে দেবী রূপে পূজা করা হয় তার নাম সেজুতি দে। ১১ বছরের এই কন্যার শাস্ত্রীয় নাম রূদ্রানী।

নারী শক্তিকে প্রণতি জানিয়ে এ পূজা, তাই সকাল থেকে মণ্ডপে ছিল নারীদের ব্যাপক সমাগম। ভক্তরা বলছেন, নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর বারতাই এ পূজার মাহাত্ম্য।

কুমারী পূজা শেষে অঞ্জলি নেন ভক্তরা। এরপর সন্ধ্যায় হয় সন্ধিপূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার মহানবমী। আর তারপরই আবারো সপরিবারে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।