ক্রাইম রিপোর্টার,চট্টগ্রাম :: বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতা এমন কোনো ভাতা বাদ নেই যেখান থেকে কমিশন নেন না। কখনো অগ্রিম টাকা, কখনো বা ভাতার টাকার একটি অংশ দেওয়ার সত্ত্বে করিয়ে দেন ভাতার কার্ড।
এভাবেই জনগণের কাছ থেকে মোটা অংকের অর্থ আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ১,২,৩ প্রাক্তন ওয়ার্ড মহিলা ইউপি সদস্য (মেম্বার) আনায়রা বেগম ও বর্তমান মহিলা ইউপি সদস্য শিল্পী আকতার সহ আরো কয়েকজন এর বিরুদ্ধে। অন্য দিকে ৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ( মেম্বার) মোহাম্মদ ইকবাল হোসেনকে এই বিষয় নিয়ে জানাতে চাইলে তিনি বলেন আমি এই বিষয় কিছু বলতে পারি না।
তিনি আরো বলেন তবে ভাতার বিষয় আমিও শুনেছি আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় কে জানাবো। অন্য দিকে শিল্পী আকতারের সাথে যোগাযোগ করা হলে তিনিও বলেন আমি ভাতার বিষয় কিছু বলতে পারিনা মনে হয় প্রক্তন মহিলা মেম্বার আনোয়ারা জানেন।সরকারি বিভিন্ন ভাতার কার্ড করে দিতে জনগণের কাছ থেকে বেশি অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন এক শ্রেনির ব্যক্তিগন।
তাদের চাহিদা মোতাবেক টাকা দিতে না পারলে ভাতা পাওয়ার উপযোগী হওয়া সত্ত্বেও মেলে না ভাতার কার্ড। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ভাতার কার্ড দিয়ে যাচ্ছেন। এতে করে প্রকৃত সুবিধাভোগীরা সরকারের সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই।প্রাক্তন মহিলা মেম্বার আনোয়ারা বেগম কে টাকা না দিলে মেলে না ভাতার কার্ড!
মহিলা মেম্বার আনোয়ারা বেগম মেম্বার থাকাকালীন থেকেই অনিয়ম, দুর্নীতির কর্মকাণ্ডে অতিষ্ঠ হচ্ছে সাধারণ জনগণ। সরকারি বিভিন্ন ভাতার কার্ড করে দিতে জনগণের কাছ থেকে বেশি অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এবং আনোয়ারা বেগমের ভাতার টাকা সংগ্রহ করার জন্য বিশেষ মহিলাচক্র আছেন।
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা সমাজ সেবার কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।