মধ্যম কধুরখীল মুহিব্বানে গাউছুল আজম মাইজভাণ্ডারী পরিষদের ব্যবস্থাপনায় মওলা মাইজভান্ডারি খোশরোজ শরীফ ও ওরশে শাহ্ উজির আউলিয়া রহমতুল্লাহ আলাইহির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার খানকায়ে গাউছে মাইজভান্ডারি উজিরীয়া হাসেমীয়া শাহ্ উজির আউলিয়া দরবার শরীফে দিনব্যাপী খতমে কোরআন,আলোচনা সভা, জিকির ছেমা মাহফিল ও তবরুক বিতরণ করা হয়।
খানকায়ে গাউছে মাইজভান্ডারি উজিরিয়া হাশেমিয়ার প্রতিষ্ঠাতা শাহসূফি আলহাজ্ব সৈয়দ আবুল হাসেম ফকির মাইজভান্ডারি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আমিন মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারি
বিশেষ অতিথি ছিলেন চরণদ্বীপ দরবারের শাহজাদা মাঈনুল ইসলাম ফারুকী, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ জাফর সাদেক শাহ সহ দরবারের আশেক ভক্তবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য বলেন আজকের যুব সমাজকে একটি বার্তা দিতে চাই আজ থেকে ২০০ বছর আগে সুন্নিয়তের যিনি প্রদীপ জ্বালিয়ে সঠিক পথে আল্লাহর বান্দাদের দাবিত করেছেন তিনি হলেন গাউছে মাইজভান্ডারি।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মোবাইল: ০১৮১০০৮০৫৫০, ই-মেইল : ajkersongbad24@gmail.com
প্রথম তলা, হোল্ডিং নং # ১৩৮১ (হাজী মার্কেটের পাশে)
খন্দকার বাড়ির মোড়, ভাটরা, ঢাকা-১২১২, বাংলাদেশ।
Copyright © 2023 আজকের সংবাদ. All rights reserved.