ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন Logo “মানবতার কল্যাণে জাফর-মিনু ফাউন্ডেশনের অবদান” Logo বোয়ালখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে ছন্দারীয়া গ্রামে শোভাযাত্রা অনুষ্ঠিত Logo ড্রোন না মশা? চীনার নতুন অস্ত্র Logo ১৭ বছর লুট, ১৪ বছর অভুক্ত—জামায়াত সে দল নয়’—বোয়ালখালীতে অধ্যাপক আহসান উল্লাহ Logo বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড Logo ফটিকছড়িতে সোনালী ব্যাংকের ঋণ আদায়ে বিশেষ কর্মসূচি Logo বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন Logo সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

মারামারির নাটক সাজিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ৭১৬ বার পঠিত

ক্রাইম রির্পোটার:: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোন দোকানের দুই কর্মচারী প্রায় ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে। পথে হোটেল সফিনার কাছে তাদের সামনে হঠাৎ মারামারিতে জড়ায় একদল মানুষ। এতে তৈরি হওয়া জটলায় কৌশলে ওই দু’জনকে ঢোকানো হয়। এর পর মারধর ও ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।

 ৯/০৭/২০২৩ তারিখ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দু’জন হলেন– রিয়াজউদ্দিন বাজারের নুর এন্টারপ্রাইজের কর্মচারী মোহাম্মদ মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

নুর এন্টারপ্রাইজের মালিক নুর মোহাম্মদ ইয়াছিন কবির জানান, তিনি একাধিক ব্র্যান্ডের মোবাইল ফোন কেনাবেচার স্থানীয় ডিলার। দুপুরে সিটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে ৯ লাখ ৮০ হাজার টাকা দেন। পথে রয়েল টাওয়ারের সামনে মারামারির নাটক সাজিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তিনি আরও জানান, মারধরের পাশাপাশি তাঁর কর্মচারীদের ছুরিকাঘাতও করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি থানায় মামলাও করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। শিগগির তাদের আইনে আওতায় নিয়ে আসতে পারব।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, রিয়াজউদ্দিন বাজারে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন

মারামারির নাটক সাজিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১০:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

ক্রাইম রির্পোটার:: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোন দোকানের দুই কর্মচারী প্রায় ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে। পথে হোটেল সফিনার কাছে তাদের সামনে হঠাৎ মারামারিতে জড়ায় একদল মানুষ। এতে তৈরি হওয়া জটলায় কৌশলে ওই দু’জনকে ঢোকানো হয়। এর পর মারধর ও ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।

 ৯/০৭/২০২৩ তারিখ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দু’জন হলেন– রিয়াজউদ্দিন বাজারের নুর এন্টারপ্রাইজের কর্মচারী মোহাম্মদ মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

নুর এন্টারপ্রাইজের মালিক নুর মোহাম্মদ ইয়াছিন কবির জানান, তিনি একাধিক ব্র্যান্ডের মোবাইল ফোন কেনাবেচার স্থানীয় ডিলার। দুপুরে সিটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে ৯ লাখ ৮০ হাজার টাকা দেন। পথে রয়েল টাওয়ারের সামনে মারামারির নাটক সাজিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তিনি আরও জানান, মারধরের পাশাপাশি তাঁর কর্মচারীদের ছুরিকাঘাতও করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি থানায় মামলাও করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। শিগগির তাদের আইনে আওতায় নিয়ে আসতে পারব।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, রিয়াজউদ্দিন বাজারে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।