চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে মারা গেছে সবুজ বড়ুয়ার দুই ছাগল। সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ সবুজ বড়ুয়া জানান, রাত ৩টার দিকে লাকড়ী রাখার ঘরে কে বা কারা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘরে থাকা দুই ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মং সুই নু মারমা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান জানিয়ে সবুজ বড়ুয়া বলেন, কারোর সাথে আমার শত্রুতা নেই। কেন এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.