বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ।
১৮ অক্টোবর, মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাত দখল করে মালামাল রাখায় উপজেলা সদরের মদিনা স্টোরকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় কানুনগোপাড়ার শুভ মিষ্টি ভান্ডারকে ৫হাজার টাকা, মিলন সুইটসকে ২০ হাজার টাকা এবং দাশের দিঘীর পাড় এলাকার আসাদীয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার এবং স্বাস্থ্য সম্মতভাবে খাবার উৎপাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন আদালত।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.